শেরপুর: শেরপুর জেলা সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করতে বর্ধিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সরকার দলীয় হুইপ মুক্তিযুদ্ধা আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা প্রশাসক (ডিসি) ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো. হাফিজ ও জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা বক্তব্য রাখেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, জেলা রেড ক্রিসেন্টের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মৃণাল, প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এটি