ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ এর উদ্বোধন

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ এর উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।



শনিবার(১৪ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

মাগুরা: সকাল ৮টায় মাগুরা পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ ও পৌরসভার মেয়র ইকবাল আখতার খান।
 
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. সুব্রত বিশ্বাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান, ইপিআই টেকনিশিয়ান অরুন বিশ্বাস, এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল, পিকেএস’র ক্লিনিক ম্যানেজার ইমরুল হাসান প্রমুখ।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে কর্মসূচিতে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ বছর মাগুরায় ১ লাখ ২১ হাজার ৪৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে।

বরিশাল: সকালে জেলা সিভিল সার্জন ও সিটি কপোরেশনের স্বাস্থ্য বিভাগ পৃথকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। এ কর্মসূচির আওতায় বরিশাল সিটি কর্পোরেশনসহ বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৩৭ হাজার ৮২৭শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর জুমিরখান সড়কস্থ বিসিসি’র নগর স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিসি’র স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান কাউন্সিলর গাজী নাঈমুল ইসলাম লিটু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান, ইউনিসেফ’র বিভাগীয় কো-অডিনেটার এ এইচ তৌফিক আহম্মেদ, বিসিসি’র স্যানেটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

অপরদিকে, বরিশাল বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়ার মুকুন্দপট্টি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এ এফ এম শফীউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. তাহমিনা রহমান, রিফাতুন জোহরা, ডা. রেজাউর রহমান রেজা ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট বজলুর রহমান।

বরিশাল জেলার ১০ টি উপজেলার ৮৫ টি ইউনিয়নের ২২৫ টি ওয়ার্ডে ২ হাজার ১৫৫টি টিকাদান কেন্দ্রে ২ লাখ ৯০ হাজার ৭৯৮শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ দিন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প, বেসরকারি প্রতিষ্ঠান এফপিএবি, রোটারি ক্লাব বরিশাল, সূর্যের হাসি ক্লিনিক, ব্রাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, সেইন্ট বাংলাদেশ, গার্লস গাইড, ওআর ডিপি, সদর হাসপাতাল, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ডেভ, পলাশি ক্লাব, এইচআরডিপি, ওডিপি, ওয়ার্ল্ড ভিশন, অপরাজেয় বাংলা, রেডক্রিসেন্ট হাসপাতাল, মেরি স্টোপস ক্লিনিক, এফ ডব্লিউ ভিটি আই, সেন্ট অ্যানেস মেডিকেল সেন্টার এবং স্কুলের শিক্ষক সহ মোট ২২ প্রতিষ্ঠানের ৬৯০ কর্মী উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করছে।

মেহেরপুর: সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে শিশুদের মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মজিবুল হক। জেলার তিনটি উপজেলায় ৪৯০টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৯৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বসয়ী ৫৫ হাজার ৩৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

রাজবাড়ী: সকাল ৮টায় রাজবাড়ী আধুনিক সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান।

এসময় সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা: সকাল ৯টায় চুয়াডাঙ্গা হাসপাতাল চত্বরে তৃতীয় শ্রেণির ছাত্রী রিক্তার মুখে ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌরসভার  মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের ডা. এহসানুল হক মাসুম।
 
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।