ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজধানীর ৬ মোড়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
রাজধানীর ৬ মোড়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবা

ঢাকা: রাজধানীর ছয়টি গুরুত্বপূণ মোড়ে রাস্তা পারাপার আর ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি পথচারীদের সহযোগিতা করছেন তরুণ।

তাদের সবার  মাথায় ক্যাপ আর গায়ে জড়ানো সাদা রঙের হাফ জ্যাকেট।

তাতে রয়েছে রেড ক্রিসেন্টের লোগো। বুঝতে বাকি নেই-তারা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী দল।

শনিবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এমন স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে ‘আন্তর্জাতিক স্বেচ্চাসেবী দিবস’ উদযাপন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ইউনিট।

দেশব্যাপী এভাবেই সেবা কার্যক্রম দিয়ে দিন উদযাপন করছেন স্বেচ্ছাসেবীরা।

রাজধানীর বাংলা মোটর, কারওয়ান বাজার মোড়, ফার্মগেট এবং বিজয় সরণিতে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহায়তার পাশাপাশি নিরাপদে যাত্রী পারাপারে সহযোগিতা করেন তারা।

রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (ইয়ুথ অ্যান্ড ভলান্টিয়ার) শিকদার মোকাদ্দেস আহমেদ বাংলানিউজকে জানান, তাদের ৪২জন স্বেচ্ছাসেবী রাজধানীর ছয়টি মোড়ে এ ধরনের সেবা দিয়েছেন।

ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহ‍ায়তার পাশাপাশি হাসপাতালে রোগীদেরও নানা সহযোগিতায় কাজ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।