ঢাকা: ওষুধ উৎপাদনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে শেলটন ফার্মাসিউটিক্যালসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠানটির ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে রোববার (১৩ ডিসেম্বর) এ জরিমানা করেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, অভিযান চালিয়ে শেলটনের ম্যানেজার আমজাদ হোসেনকে (৬০) আটক করা হয়। এসময় লাইসেন্সের শর্ত না মানায় এবং ওষুধ উৎপাদনে বিভিন্ন অনিয়ম করায় কারখানাটির প্রতিনিধি হিসেবে আমজাদকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ওই কারখানাকে অনিয়ম বন্ধে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময় অতিবাহিত হওয়ার পর কারখানা পরিদর্শন করা হবে। পরিদর্শনে অনিয়ম দেখা গেলে এটি সিলগালা করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫/আপডেট ১৮১৯ ঘণ্টা
এনএইচএফ/এইচএ/