ঢাকা: রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও এর ফার্মেসিতে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ব্লাড ব্যাংক পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ব্লাড ও অননুমোদিত ওষুধ রাখার দায়ে ৯ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে লাইসেন্সবিহীন ব্লাড ব্যাংক পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ব্লাড রাখার দায়ে ৪ লাখ টাকা এবং অননুমোদিত ওষুধ রাখার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় এ অভিযান শুরু হয়ে পৌনে ১০টা পর্যন্ত চলে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বাংলানিউজকে জানান, রাতে পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালটিকে মেয়াদোত্তীর্ণ ব্লাড রাখা ও লাইসেন্সবিহীন ব্লাড ব্যাংক পরিচালনার দায়ে ৪ লাখ টাকা এবং অননুমোদিত ওষুধ রাখার জন্য ৫ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে এসব মেয়াদোত্তীর্ণ ব্লাড ও অননুমোদিত ২৩ প্রকারের ওষুধ জব্দ করা হয়।
** ‘মানবিক ভুল!’ ডায়াগনস্টিক সেন্টারের এই অজুহাত আর কতদিন?
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এনএ/আরএম