ঢাকা: আগের মতো ৩৬ বছর প্রমার্জন করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিপ্লোমা বেকার নার্সদের নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ ও বাতিল করা নিয়োগ দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট চলছে।
রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বেকার নার্সরা এ অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখছেন বেকার নার্সরা।
বক্তব্যে তারা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন।
এর আগে, সকাল সাড়ে ৯টার পর থেকেই বেকার নার্সরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এখন প্রায় দুই শতাধিক বেশি বেকার নার্স এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
বিকেল ৫টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
একে/এসএস