ময়মনসিংহ: ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসকদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১২জন আহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সংগঠনটির দুইটি পক্ষ নতুন দু’কমিটি গঠন করেছে। এর মধ্যে একটি পক্ষের সভাপতি হয়েছেন হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক মেহেদী হাসান কবির, আর সোহাগ সাধারণ সম্পাদক।
অন্যদিকে শিক্ষানবীশ চিকিৎসক আবু বকর সিদ্দিককে সভাপতি ও ফারহানকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করা হয়।
এ নিয়ে সোমবার রাতে হাসপাতাল চত্বরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ১২জন আহত হয়েছেন।
মমেক হাসপাতালের অধ্যক্ষ মতিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএমকে/এমএ/