ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শীতের শেষে কাশি ও গলাব্যথার দাওয়াই

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
শীতের শেষে কাশি ও গলাব্যথার দাওয়াই ছবি: সংগৃহীত

ঢাকা: শীতের শেষ। মৌসুম পাল্টাচ্ছে।

এসময় কাশি হতে পারে অনেকেরই। কাশির সঙ্গে হতে পারে গলাব্যথাও। তবে কাশির ধরন রয়েছে। শুকনো কাশি ও কফযুক্ত কাশি। এসময় কাশির ধরন অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। কাশি সারাতে ঘরোয়া কিছু টোটকা খুব কাজে দেয়। একটু জেনে নেবো-

শুকনো কাশি
আদা- দেড় কাপ পানিতে দুই টেবিল চামচ আদা কুচি দিন। ঢাকনাসহ পাত্রে সিদ্ধ করুন। পানিতে আদার রস পুরোপুরি মিশে গেলে নামিয়ে নিন। ছেঁকে পান করুন।


পেঁয়াজের রস - পেঁয়াজ রস করুন। সঙ্গে অলিভ অয়েল বা সরষের তেল মিশিয়ে খান। এছাড়াও খাবার সময় কাঁচা পেঁয়াজ খেলেও হবে।

দারুচিনি- দারুচিনি পানিতে সিদ্ধ করুন। পানির রং গাঢ় হয়ে এলে ছেঁকে পান করুন। এছাড়াও ব্ল্যাক কফিতে দারুচিনি ব্যবহার করতে পারেন।


কফযুক্ত কাশি
দুধ ও মধু - দুধ ভালোভাবে জ্বাল দিন। সঙ্গে এক চা চামচ মধু মেশান। গরম গরম পান করুন।

টমেটোর পেস্ট - মিক্সারে টমেটো, তুলসি, হলুদ গুঁড়া, জিরা ও রসুন পেস্ট করে নিন। সঙ্গে সরিষাবাটাও দিতে পারেন। এবার মিশ্রণে সামান্য পানি মিশিয়ে চুলায় অল্প আঁচে রাখুন। নাড়ুন। ফুটে উঠলে নামিয়ে ফেলুন।
 

লেবু, মধু ও সরিষার তেল - কাপে অর্ধেক লেবুর রস, এক চা চামচ সরিষার তেল ও এক চা চামচ মধু নিন। এক চা চামচ পানি মেশান। ওভেনে হালকা গরম করে দিনে দু’বার খান।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।