ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে দু’দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
রাজশাহীতে দু’দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে ইউনিভার্সেল হেলথ কাভারেজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশ নেন।



দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বুধবার (০৯ মার্চ) দুপুরে শেষ হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার শেষদিনে বাংলাদেশে স্বাস্থ্য খাতে অর্থায়ন পদ্ধতি, সর্বজনীন স্বাস্থ্য বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদক্ষেপ, ইউনিভার্সেল হেলথ বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান।
সভাপতিত্ব করেন পিআইবি’র পরিচালক (প্রশিক্ষণ ও অধ্যায়ন) জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।

প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।