ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: স্বাস্থ্য সহকারীদের পদ আপগ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখা।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।



এতে বক্তব্য রাখেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, প্রেস ও মিডিয়া সম্পাদক শাকিল চৌধুরী, প্রচার সম্পাদক জহিরুল হক।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনো টেকনিক্যাল মর্যাদা পায়নি। আগামী ৩১ মার্চের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে আগামী পহেলা এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।