ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশের ফ্রি চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশের ফ্রি চিকিৎসা সেবা

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে বন্দর নগরী চট্টগ্রামের ২নং গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। এ সময় চারজন চিকিৎসক ৩৫০ জন দুস্থ ও অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেন।

ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশ এর সংশ্লিষ্টরা জানান, সংগঠনটির ধারাবাহিক সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। প্রতিবছর এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

কল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানদের পাশাপাশি দেশের সব ব্যাংকারকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।

ভবিষ্যতে আরও বৃহ‍ৎ পরিসরে অসহায় ও দুস্থ মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এদিকে, দিবসটি উপলক্ষে ব্যাংকারস এলাইন্স অব বাংলাদেশ সকালে ব্যাংকিং কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।