ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএমএমইউ’তে রক্তদান কার্মসূচি

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএমএমইউ’তে রক্তদান কার্মসূচি

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এবং ওয়েলফেয়ার সোসাইটি অব ইন্টারন্যাশনাল ডক্টর’স যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ডা. শেখ মো. সাইফুল ইসলাম শাহীন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আজগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল মো. আব্দুল মজিদ ভূঁইয়া, সিন্ডিকেট মেম্বার ডা. হারিসুল হক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, গবেষণা সহকারী ডা. খান আনিসুল ইসলাম, চিফ মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল মজিদ শেখ, কাউন্সিলর সুব্রত বিশ্বাস এবং ওয়েলফেয়ার সোসাইটি অব ইন্টারন্যাশনাল ডক্টর’স-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।