ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

বিএসএমএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালন

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বিএসএমএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পারকিনসন্স দিবস পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

 

দিবসটি উপলক্ষে সোমবার (১১ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে র‌্যালি বের হয়।

এর উদ্যোক্তা ছিলো মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ হান্নান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. হাসান জাহিদুর রহমান, সংগঠনের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল প্রমুখ।

পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ‘মিট দ্যা এক্সপার্ট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা।

পারকিনসন্স হলো একটি বয়সজনিত রোগ, যাতে আক্রান্ত হলে হাত কাঁপতে থাকতে। এটা মূলত একটি স্নায়ুজনিত রোগ। সাধারণত বয়সের কারণে এটি হয়ে থাকে, তবে ব্রেনস্ট্রোকের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।