ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেহঘড়ি চলুক সময় মেনে: বিকেল ৫টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
দেহঘড়ি চলুক সময় মেনে: বিকেল ৫টা

এবার একটা পর্যাপ্ত আমিষ রয়েছে এমন স্ন্যাকস খেয়ে ফেলুন, তাতে রক্তে সুগারের পরিমান সঠিক থাকবে। আর পেশিগুলো শক্তিশালী হবে।



সন্ধ্যা ৬টা
ভারি কোনও কাজ করতে হলে তা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে করাই শ্রেয় কারণ এই সময় পেশিগুলো শক্তিশালী থাকে, হৃদযন্ত্রও যথেষ্ট শক্তি পায়।

সন্ধ্যা ৭টা
এবার আর কোনও ধরনের কার্বোহাইড্রেড নয়। ব্রিংহ্যাম ইয়াং ইউনিভার্সিটির গবেষকরা দেখিয়েছেন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পানীয় ছাড়া অন্য যেকোনও খাবার বর্জন করতে পারলে সেটাই হবে ওজন কমানোর সেরা কৌশল।
আপনি যদি কলেস্টেরল কমাতে এটা সেরা পথ। আর হৃদরোগে ভুগছেন যারা, এতে তাদের জন্য সকাল বেলায় আর ততটা ঝুঁকিরও থাকে না।

রাত ৮টা
আপনার দিনের শেষ কফিটা খেয়ে ফেলুন। ক্যাফিন আপনার শরীরে ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত কাজ করে। সুতরাং রাতে নির্বিঘ্ন ঘুমের জন্য এর পরে আর কফির কাপে চুমুক দেওয়া উচিত হবে না।  


দেহঘড়ি চলুক সময় মেনে: রাত ১০টা

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।