ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
ময়মনসিংহে পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন’, এ স্লোগান নিয়ে ময়মনসিংহে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ মে) সকালে জেলা পরিবার পরিকল্পনা সদর কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এ কে এম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোস্তফা কামাল, প্রেসকাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, শামীম আরা আনিস।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা কর্মকর্তা কাজী মাহফুজুল করিম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। ইউরোপ ও জাপানে জনসংখ্যার হার খুবই কম। প্রতিদিন বাংলাদেশে জন্ম নিচ্ছে পাঁচ হাজার ৩শ ২৫ জন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমএএএম/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।