ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রোগ-তদন্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
রোগ-তদন্ত

এ বিভাগের মাধ্যমে চিকিৎসকদের রোগ-তদন্তের বিভিন্ন উপায়গুলো সম্পর্কে জানানো হবে। ফলে সাধারণ মানুষ সহজেই জানতে পারবে চিকিৎসক কেন রোগ-তদন্তে বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকে।

এবার আলোচনা করা হয়েছে ওয়াইডাল টেস্ট নিয়ে।

ওয়াইডাল টেস্ট:

নামকরণ- এর আবিস্কর্তা জর্জেস ফার্নান্দ ইজিডর ওয়াইডাল এর নামানুসারে ওয়াইডাল টেস্ট এর  নামকরণ করা হয়।

কী টেস্ট?- টাইফয়েড হযেছে কিনা জানতে চিকিৎসকেরা এ টেস্ট দিয়ে থাকেন। এটা এক ধরণের সেরোলজিকাল টেস্ট। অর্থাৎ রক্ত সংক্রান্ত টেস্ট।

শরীর থেকে কী নিয়ে এ টেস্ট করে?- এ টেস্ট করার জন্য শরীর থেকে নির্দিস্ট পরিমাণ রক্ত নেয়া হয়।

কোন জীবাণু?- টাইফয়েডের জন্য অন্যতম দায়ী সালমোনেলা টাইফি নামক জীবানু। আর এ জীবাণু বের করতে এ টেস্ট করানো হয়।

কীভাবে?- রক্তে সালমোনেলা টাইফি এর দু’ধরনের এন্টিজেন আছে কিনা তা পরীক্ষা করা হয়। এজন্য অ্যান্টিজেন-অ্যান্টিবডি পরীক্ষা করানো হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।