ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‍ চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
‍ চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৪শ’ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বাংলাদেশ জেলা চক্ষু সেবা প্রকল্প-ভিশন বাংলাদেশের আওতায় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ও চক্ষু হাসপাতালের উদ্যোগে কুরছাপ উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়।

এ ক্যাম্পের আয়োজন করে অগ্রদূত কর্মজীবী কৃষি সমবায় সমিতি। বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের অর্থায়নে এতে পাঁচজন দক্ষ চক্ষুচিকিৎসক সেবা দেন।

চিকিৎসা ক্যাম্পে ৩৭৫ জন রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৪২ জন চোখে ছানি পড়া রোগী বাছাই করা হয়। যাদের ছানি অপারেশন, লেন্স ও চশমা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।