ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চক্ষু সেবা বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
চক্ষু সেবা বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ কনফারেন্স ছবি: সংগৃহীত

ঢাকা: চক্ষু সেবা বিষয়ে বাংলাদেশ ও ভারতের উদ্যোগে যৌথ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শনিবার (১ অক্টোবর) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ কথা জানানো হয়।

কনফারেন্সটির আয়োজন করে ঢাকার বাংলাদেশ আই হসপিটাল, কলকাতার সুশ্রুত আই কেয়ার হসপিটাল ও দিশা আই হসপিটাল।

এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

কনফারেন্সে চক্ষু বিশেষজ্ঞ, চিকিৎসক, বিভিন্ন মেডিকেল কলেজ এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আই কেয়ার হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।