ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জাতীয় অধ্যাপক এম আর খানকে স্বর্ণপদক প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জাতীয় অধ্যাপক এম আর খানকে স্বর্ণপদক প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশুস্বাস্থ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় অধ্যাপক ডা. এম আর খানকে প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান ও আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)।

 

গত বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেন্ট্রাল হসপিটালের বোর্ডরুমে বিপিএ’র এ পদক প্রদান করা হয়।

বিপিএ'র সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, মহাসচিব অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক এম কিউ কে তালুকদার, অধ্যাপক এম এস এইচ নাজির, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক নাজমুন নাহার, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক হামিদুর রহমান, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক চৌধুরী আলী কাওসার, অধ্যাপক মালিহা রশিদ চৌধুরী, ডা. এমএ কাশেম প্রমুখ।

বিপিএ’র পক্ষে অনুষ্ঠানে বলা হয়, ‘জাতীয় অধ্যাপক এম আর খান আমাদের গর্ব। তিনি শিশুস্বাস্থ্যসহ দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থায় বিশেষ অবদান রেখেছেন। সমাজসেবায়ও রয়েছে তার বিরাট অবদান। জীবনের ক্রান্তিলগ্নে বিপিএ’র পক্ষে তাকে এই স্বর্ণপদক দিতে পেরে আমরা ধন্য’।

সংক্ষিপ্ত আলোচনা শেষে তার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনের নেতারা এম আর খানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাকে দেখতে যান।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।