ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামগড়ে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রামগড়ে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভিটামিন ‘এ’ প্লাসের (২য় পর্যায়) অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগড় (খাগড়াছড়ি): ভিটামিন ‘এ’ প্লাসের (২য় পর্যায়) অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন মিয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন প্রমুখ।

স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আগামী ১০ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলার ৮৬টি টিকাদান কেন্দ্রে ৬/১১ মাস বয়সী শিশু ১ হাজার ৬৫৮ জন ও ১২/৫৯ মাস বয়সী শিশু ১০ হাজার ৮ জনসহ সর্বমোট ১১ হাজার ৬৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।