ভোলা: এ বছর ভোলা জেলায় দুই লাখের অধিক শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ২৭ হাজার ৪ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত দুই লাখ ১৬ হাজার ৮২৮ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানান ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার।
তিনি বলেন, ১০ ডিসেম্বর শনিবার দ্বিতীয় রাউন্ড জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। জেলার সাত উপজেলার মোট এক হাজার ৭২৯টি কেন্দ্রে পাঁচ হাজার ১৮৭ জন স্বাস্থ্যকর্মী, চার হাজার ৪৩৫ জন স্বেচ্ছাসেবী ‘এ’ টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডা. শরীফ আহমেদ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক এমএ তাহের প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/পিসি