ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মন্ত্রীর হাতে জীবনের প্রথম ভিটামিন পেলো হৃদম (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
মন্ত্রীর হাতে জীবনের প্রথম ভিটামিন পেলো হৃদম (ভিডিও) ছবি: আনোয়ার হোসেন রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অডিটোরিয়ামে সকাল থেকেই শিশুদের নিয়ে মায়েদের অপেক্ষা। প্রতিমন্ত্রী এলেন, মাইকে ঘোষণা এলো- এবার তিনি শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়াবেন।

ঢাকা: অডিটোরিয়ামে সকাল থেকেই শিশুদের নিয়ে মায়েদের অপেক্ষা। প্রতিমন্ত্রী এলেন, মাইকে ঘোষণা এলো- এবার তিনি শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়াবেন।



ফুটফুটে ছোট্ট শিশুকে কোলে করে মঞ্চে এগিয়ে গেলেন এক মা। নার্স এগিয়ে দিলেন একটি ক্যাপসুল, খাইয়ে দিলেন প্রতিমন্ত্রী। মা আদরের চুম্বন দিলেন শিশুর কপালে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা শিশু হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক শিশুদের ভিটামিন খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করছিলেন।

কথা বলে জানা গেলো, প্রথম যে শিশুটি ভিটামিন পেলো তার নাম হৃদম রায়, মা পপি রায় এসেছেন আগারগাঁও থেকে।

শুধু প্রতিমন্ত্রীর হাতে নয়, জীবনেও প্রথমবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেলো হৃদম। কারণ ৬ মাসের চেয়ে কম বয়সীদের ভিটামিন খাওয়ানো মানা।

আদরের সন্তান প্রতিমন্ত্রীর হাতে প্রথম ভিটামিন পেয়ে উচ্ছ্বসিত মা পপি। হাততালি পড়লো অডিটোরিয়াম জুড়ে।

মা পপি রায় বললেন, ভয়ে ছিলাম কাঁদবে কি-না, কিন্তু ভয় পায়নি- মুচকি হেসে চলে গেলেন মা।

অনুষ্ঠানে জানানো হয়, বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে দুই কোটি ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’।
একে একে আরও কয়েক শিশুকে ভিটামিন খাওয়ালেন প্রতিমন্ত্রী।

শিশুর স্বাভাবিক বেড়ে উঠা নিশ্চিত করাসহ রাতকানা রোগের হাত রক্ষা করতে সরকারের এই কর্মসূচি।



বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।