ক্যানসার প্রতিরোধ নিয়ে এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আশ্রাফুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান ক্যানসার নিয়ে সচেতনার কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) বিএমএ-এর সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, ক্যানসার সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত স্ট্যাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সারভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড টেস্টিং অ্যাট বিএসএমএমইউ প্রকল্পে প্রতিদিন চলে এ বিষয়ে পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের মহিলা বিভাগে যোগাযোগ করলেই এসব পরীক্ষা করা যাবে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এএ