শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় জাতীয় মানসিক ইনস্টিটিউটের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ মতে, পৃথিবীতে বর্তমানে প্রায় ৩০ কোটি মানুষ বিষণ্নতায় ভুগছে।
জরিপে বলা হয়, ডায়াবেটিকস, শ্বাসকষ্ট, ক্যানসার, হৃদরোগ, মৃগীসহ দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তাদের বিষণ্নতা রোগে আক্রান্ত হওয়ার আশংকা অনেক বেশি।
এছাড়া দারিদ্র, বেকারত্ব, একাকীত্ব, আর্থিক ক্ষতি, পারিবারিক ও সম্পর্কের সমস্যা, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়, বিবাহ বিচ্ছেদ, মাদক সেবন ইত্যাদি কারণেও বিষণ্নতায় আক্রান্ত হতে পারে।
মনোরোগ বিশেষজ্ঞ ড. মোহিত কামাল বলেন, বিষণ্নতাকে আমরা রোগ মনে করি না। তবে রাতারাতি বিষণ্নমুক্ত হওয়া সম্ভব নয়। ধৈর্য্য সহকারে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। এসময় পরিবারের সদস্যদের সাপোর্ট দিতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহেদ মালিক, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এমসি/আরআর/এসএনএস