ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রক্তে চর্বি ছাড়াও নানা কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
রক্তে চর্বি ছাড়াও নানা কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে সেমিনারে বক্তারা-ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্তমানে রক্তে চর্বির আধিক্য ছাড়াও নানা কারণে হার্ট অ্যাটাকসহ হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এসব কারণের মধ্যে রয়েছে হৃদযন্ত্রের ধমনীর আকস্মিক সঙ্কোচন, করোনারি ধমনীর রক্তের জমাট বাধা, হৃদযন্ত্রের মাংসপেশীর নানা ধরনের অসুখ-বিসুখ।

বর্তমানে এসব কারণে মানুষ কেন আগের তুলনায় বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছে, তা বিশ্বব্যাপী অনুসন্ধান ও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডি-ব্লকের ১১ তলায় (ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সে-এনআইএনএমএএস) আইএনএম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের একাডেমিক অ্যান্ড রিসার্চ সেলের উদ্যোগে অনুষ্ঠিত ‘একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ নন অবস্ট্রাক্টিভ করনারি অ্যাথেরোসক্লেরোসিস-মিনোকো’ শীর্ষক হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

বৈজ্ঞানিক সহযোগী দি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

সেমিনারে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।

কো-চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. আবু সিদ্দিক। প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন ও অধ্যাপক ডা. হারিসুল হক প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।