ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালের অফিস এখন ঢাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১, ২০১৭
সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালের অফিস এখন ঢাকায় সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালের অফিস এখন ঢাকায়। ছবি: বাংলানিউজ

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের বড় একটি অংশ যান সিঙ্গাপুরে। কোন হাসপাতালে যাবেন, কোথায় থাকবেন- এসব বিষয় নিয়ে নানান জটিলতার সম্মুখীন হতে হয় রোগীদের।

বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিঙ্গাপুরের উন্নত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান ফারার পার্ক হসপিটালস (এফপিএইচ) বাংলাদেশে তাদের ঢাকা অফিস চালু করেছে।

শনিবার (২৯ এপ্রিল) রাতে ঢাকা ক্লাবে এ হাসপাতালের ঢাকা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক ও ফারার পার্ক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ফারার পার্কের ঢাকা অফিস রোগী ও ভিজিটরদের ভিসা প্রোসেসিং, টিকেটিং এবং হোটেল বুকিং সেবা দেবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। আরও বক্তব্য রাখেন ঢাকা ক্লাবের সেক্রেটারি ও সিইও কমান্ডার (অব.) জহিরুল আলিম। অনুষ্ঠানে ঢাকা ক্লাব ও ফারার পার্কের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ক্লাবের সদস্যরা সিঙ্গাপুরে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিতে বিশেষ মূল্য ছাড় পাবেন।

ফারার পার্ক হসপিটালের পক্ষ থেকে হার্ট ও অ্যারেথমিয়া ক্লিনিকের ডা. রুথ কাম ডা. লিম চঙ্গ হি, হার্ট ক্লিনিকের ডা. ফিলিপ কোহ বক্তব্য রাখেন।

হাসপাতালের সিনিয়র ম্যানেজার লিউইস এনজি বলেন, বাংলাদেশি রোগীদের আমাদের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ করে দিতে পেরে খুবই আনন্দিত। আমাদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে যারা বিভিন্ন বিষয়ের ওপর অভিজ্ঞ।

ফারার পার্ক হসপিটাল সিঙ্গাপুরের নতুন প্রাইভেট টারটিয়ারি কেয়ার হাসপাতাল। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের ডিজাইনে তৈরি এ হাসপাতালে রয়েছে উন্নত চিকিৎসা পদ্ধতি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।