ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

তৌফা-তহুরাকে নিয়ে সভাকক্ষে উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
তৌফা-তহুরাকে নিয়ে সভাকক্ষে উৎসব মা-বাবার কোলে তৌফা-তহুরা। ছবি: আবাদুজ্জামান শিমুল

ঢামেক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সভা কক্ষে তৌফা-তহুরার ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি সভায় আনন্দ উৎসব চলছে।

তাদের হাতে ঝুনঝুনি। নতুন জামার সাথে রঙ মিলিয়ে মাথায় ফিতা, হাতে চুড়ি, পায়ে জুতা।

বাবা রাজু মিয়া ও সা সাহিদা বেগম তৌফা-তহুরাকে কোলে নিয়ে সভা কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরেন চিকিৎসক ও সংবাদকর্মীরা।

এ সময় সার্জারি বিভাগের অধ্যাপক সাহনুর ইসলাম ছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন নিউক্লিয়ার মেডিসিনের পরিচালক ডা. সানোয়ার হোসেন, অ্যানেসথেসিয়ার প্রধান ডা. মো. মোজাফফর হোসেন, বার্ন ও প্লাস্টিক সার্জারি প্রধান ডা. আবুল কালাম প্রমুখ।

তৌফা-তহুরার ছবি তোলার সময় দেখা যায়, হাস্যোজ্জ্বল ভাব। ডাক্তারদের দেওয়া নতুন জামা কাপড়। ঘাড় নেড়ে এদিক ওদিক তাকিয়ে যেন সবাই কে জানান দিচ্ছে-  আর মেডিকেলে থাকবে না। তাদের হাসিতে সবাই আনন্দিত। স্বাস্থ্যমন্ত্রী এসেও এ পরিবেশটাই পান।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।