ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনার আবু নাসের হাসপাতালে ৮ দালালকে কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
খুলনার আবু নাসের হাসপাতালে ৮ দালালকে কারাদণ্ড আটক দাদালরা

খুলনা: খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে র‌্যাবের অভিযানে আটক ৮ দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজ সরদার, সুমন ফরাজী, শেখ বিপুল, শেখ শহিদ, রনি মল্লিক, আজমল, জলিল ও রুবেল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৮ জনকে গণ উপদ্রব আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

র‌্যাব- ৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গত কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা টিম শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নজরদারিতে ছিলো।

প্রতারণার মাধ্যমে দালাল চক্র হাসপাতালের অসহায় রোগীদের বাইরের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নিয়ে রোগীদের টাকা হাতিয়ে নেয় এই চক্র।  

আটক দালালদের মধ্যে ৬ জনকে ১৫ দিন করে ও ২ জনকে ৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে ২১ আগস্ট শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোরে বিক্রি নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ লেখা দুই বস্তা ২০ হাজার পিস সিপ্রো ফ্লক্সাসিন ৫০০ এমজি, ১৭ হাজার পিস এসওমেপ্রাজল ২০ এমজি ওষুধ জব্দ করা হয়। এ সময় পুলিশের দলটিকে ঘুষ দেওয়ার চেষ্টাকালে ৫০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।