শুক্রবার (১ ডিসেম্বর) লায়ন্সক্লাব ও আনোয়ারা-মনছুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক এ এফ শামছুদ্দিন আহমদ, এবি মহি উদ্দিন আহমদ, ডা. একে শফিক উদ্দিন আহমদ, অনুষ্ঠান সমন্বয়কারী এএফ হামিদ উদ্দিন আহমদ, একে মনির উদ্দিন আহমদ, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসীম উদ্দিন আহমদ, প্রফেসর ডা. মফিজ উল্লাহ, ডা.সাঈদ হাসান শাহরিয়ার, ডা. নাজমুস সাকিব অভি প্রমুখ।
জানা যায়, স্বাস্থ্য সেবা শিবিরে ঢাকার আগারগাঁও লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ ফাউন্ডেশনের নিজস্ব চিকিৎসকরা রোগী দেখেন। পরে চোখে লেন্স সংযোজন (অপারেশন) জন্য প্রাথমিকভাবে শতাধিকরোগীকে বাছাই করা হয়। প্রত্যেক রোগীর হাসপাতালে চিকিৎসা ব্যায় ও থাকা খাওয়া ফ্রি।
এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার ফাউন্ডেশনে বিনামূল্যে রোগী দেখেন শিশু রোগ অভিজ্ঞ ডা. শফিক উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
জিপি