ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক হাসপাতালের আট নার্সকে পদোন্নতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
ঢামেক হাসপাতালের আট নার্সকে পদোন্নতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ফটো)

ঢাকা: ভালো কাজের পুরস্কারস্বরূপ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আট সিনিয়র স্টাফ নার্সকে পদোন্নতি দিয়ে ‘নার্সিং সুপার ভাইজার’ করা হয়েছে।

সম্প্রতি নাসিং ও মিডওয়াইকারি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দ্রা শিকদারের সাক্ষরিত এক অফিস আদেশে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- উম্মে জোহরা ফরিদা, রিজভী খান, রাজিয়া বেগম, শিখা বিশ্বাস, মোছা. রাশিদা বেগম, নুরে এ সাফিয়া, মালতি রানি ও আফরোজা বেগম।

 

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত নার্সরা ঢামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন।

নার্সিং ও মিডওয়াইকারি অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) শিরিনা আক্তার জানান, ঢামেক কর্তৃপক্ষ ১১জনের একটি তালিকা দিয়েছিলো, সেখান থেকে আটজনকে বাছাই করে ‘নার্সিং সুপার ভাইজার’ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে, তারা রোগিদের সেবায় আরো গতিশীল হবেন বলে আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।