শনিবার (৬ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, জনপ্রতিনিধিদের চেয়ে মায়েরাই বেশি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম।
একই সঙ্গে তিনি মায়েদের এ বিষয়ে সচেতন ও প্রশাসনের সহায়তা নেওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, আমরা নারীর ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছি। সামনে আরো এগিয়ে যাবো। এসডিজি বাস্তবায়নেও আমরা সফল হতে চলেছি। আশাকরি ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো।
পরে এসিআইয়ের পৃষ্ঠপোষকতায় নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার (নার্ক) এর তত্ত্বাবধানে বাণিজ্য মেলার অভ্যন্তরে ফ্রিডম-ওম্যান হাইজিন অ্যান্ড নিউট্রিশন সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন ডেপুটি স্পিকার। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের সৌজন্য এ সেন্টারটিতে মাসব্যাপী বিনামূল্যে নারী-শিশুদের জন্য হাইজিন ও পুষ্টি সম্পর্কিত সচেতনতা কার্যক্রম চালানো হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব একেএম মনোয়ার হোসেন আখন্দ, প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন, বাণিজ্য মেলার সদস্য সচিব মো. আব্দুর রউফ প্রমুখ। সভাপতিত্ব করেন নার্ক এর নির্বাহী পরিচালক পুষ্টিবিদ তামান্না শারমিন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমএইচ/এএ