ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘বাড়ির মেঝে থেকেই ছড়ায় রোগ-জীবাণু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
‘বাড়ির মেঝে থেকেই ছড়ায় রোগ-জীবাণু’ গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন উপজেলা ইউএনও শেখ রাসেল হাসান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): বাড়ির কাঁচা মেঝে থেকেই ছড়ায় বিভিন্ন রোগ-জীবানু। যা জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে মারাত্মক হুমকির মুখে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সাভারে বেসরকারি সংস্থা এদেশ আয়োজিত 'জনস্বাস্থ্যের ওপর বিদ্যমান নীতিমালায় উন্নত মেঝে সম্পৃক্তকরণ' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানায় বিশেষজ্ঞরা।

বৈঠকে বক্তারা বলেন, যেহেতু বাড়ির কাঁচা মেঝে থেকেই ছড়ায় বিভিন্ন রোগ-জীবাণু তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের স্বাস্থ্য বিষয়ক নীতিমালায় বাড়ির পাকা মেঝে নিশ্চিত করার বিষয়টি অন্তভুক্ত করা অত্যন্ত জরুরি।

বৈঠকে অন্যন্যের মধ্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, সমাজসেবা কর্মকর্তা জিয়াউর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আসাদ উল্লাহ, বেসরকারি সংস্থা এদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত দে, সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী গষেবণা সমন্বয়কারী রহমত উল্লাহ বারী, সৈয়দা তাহমিনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।