রোববার (১১ মার্চ) সিলেট ডায়বেটিক সমিতির সভাকক্ষে ডাস-ইউএসএইড চ্যালেঞ্জ টিবি প্রোজেক্ট বাংলাদেশ এবং সিলেট ডায়বেটিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত কমিউনিটি এওয়ার্নেস মিটিং অন টিবি-ডিএম কো-মরবিডিটি প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘যক্ষ্মা মোকাবিলায় সচেতন হোন।
সিলেট ডায়বেটিক হাসপাতালের অফিস সহকারী এবং বাডাস সিটিবি প্রজেক্টের ডাটা কালেক্টর মো. লিয়াকত হোসেনের পরিচালনায় এ প্রোগ্রামে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. মো. আলতাফুর রহমান চৌধুরী।
বাডাস চ্যালেঞ্জ টিবি প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার মো. শফিকুল ইসলাম উপস্থিত চিকিৎসকরা ও আগত অতিথিদেরকে প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রামের অগ্রগতি-লক্ষ্য-করণীয় বিষয়ক সব ধরনের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
বাডাস চ্যালেঞ্জ টিবি প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর পুলক শেঠের সার্বিক ব্যবস্থাপনায় কমিউনিটি এওয়ার্নেস মিটিং অন টিবি-ডিএম কো-মরবিডিটি প্রোগ্রামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাকারিয়া মাহমুদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ, সিলেট ডায়বেটিক হাসপাতালের অ্যান্ড্রোকাইনোলজি ও মেটাবোলিজম কনসালটেন্ট ডা. আব্দুল হান্নান তারেক, ডা. রাশেদা চৌধুরী, ডা. আবুল কালাম মো. জিয়াউল হক, ডা. নিলুৎপল লস্কর, ডা. প্রনবেন্দু দেব রায়, ডা. নিহারেন্দু দাস, ডা. ফারহানা আক্তার, ডা. শিউলী রানি বিশ্বাস, ডা. আব্দুল মুক্তাদির কোরেশী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনইউ/এএটি