শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪-৭ স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আমাদের দেশের প্রাইভেট ক্লিনিকগুলোতে শতকরা ৮২ ভাগ সিজারিয়ান হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তাফা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ফজলে নাঈম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এনটি