মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৬ দিনব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে ১০ হাজার চিকিৎসক ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সেবার মান বাড়ানো জন্য খুব শিগগিরই ৪০ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, সেবা সপ্তাহ ২০ থেকে ২৫ মার্চ এ ৬ দিন যে সব রোগী হাসপাতালে আসবে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে বাংলাদেশ মধ্যবিত্ত দেশে উন্নিত হয়েছে। এজন্য আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সচিব ফয়েজ আহমেদ, ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এজেডএস/আরআইএস/