সোমবার (২৭ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় ওষুধ শিল্প মালিকদের এ আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ওষুধের সুনাম বিশ্ব জুড়ে।
ভেজাল ওষুধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ভেজাল ওষুধ বিক্রি করছে। এদের চিহ্নিত করতে হবে যেনো এরা আপনাদের সদস্য না হতে পারে। ভেজাল ওষুধের কারখানা বন্ধ করতে হবে।
ওষুধের দোকান প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো ওষুধের দোকান গড়ে উঠেছে। এগুলো বন্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যেনো ওষুধ বিক্রি না করতে পারে সেদিকে নজর রাখতে হবে।
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের ওষুধের সুনাম সারা পৃথীবিতে। আগামীতে পোশাক শিল্পের পর ওষুধের অবস্থান হবে। এখন ১৫১টি দেশে সাড়ে ৩ বিলিয়ন ডলারের ওষুধ রফতানি হচ্ছে। কিছুদিন পরে এখাতে রফতানি আয় দাঁড়াবে ৫ থেকে ৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মহাসচিব এসএম শফিউজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমআইএস/এইচএমএস/এসআরএস