ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ‘কিশোরী সম্মেলন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৮
নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ‘কিশোরী সম্মেলন’ কিশোরী সম্মেলনে আগত অতিথিরা, ছবি: সংগৃহীত

ঢাকা: কিশোরীদের মাসিককালীন পরিচ্ছন্নতা ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে সচেতনতা তৈরিতে ‘কিশোরী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর মিরপুর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলে শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র কিশোরীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী এ আয়োজনে মিরপুর বাউনিয়াবাঁধ এলাকার শতাধিক দরিদ্র কিশোরী, উচ্ছাস ও আনন্দে অংশ নেন।

সম্মেলনে মাসিককালীন পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা, মাতৃত্বকালীন সেবা, বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য-সেবা, সারভাইকেল ক্যান্সার  প্রতিরোধসহ অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা, ভিডিও প্রদর্শনী, নাটিকা এবং কোরিওগ্রাফি পরিবেশন করে ওই এলাকার কিশোর-কিশোরীরা।

বিশেষ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুন্নেসা।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মেরী স্টোপস বাংলাদেশের জিএম ইমরুল হাসান খান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি অ্যাসোসিয়েশনের (বাপসা) ডেপুটি পরিচালক হেদায়েত উল্লাহ ভুঁইয়া, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (ঢাকা) ব্রজ গোপাল ভৌমিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি চিফ আব্দুস সালাম খান।

মাসিককালীন পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা একজন নারীর জীবনে যে কত গুরুত্বপূর্ণ তা প্রাণবন্ত আলোচনার পাশপাশি, কৈশোর থেকে এ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার ব্যাপারে  আলোকপাত করা হয়।  

পাশাপাশি বালবিয়ে প্রতিরোধ ও এ সংক্রান্ত আইন মেনে চলা এবং নিরাপদ মাতৃত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন অতিথিরা।

অনুষ্ঠানটিতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন- বাপসার প্রজেক্ট ম্যানেজার শামীমা আক্তার চৌধুরী। উপস্থাপনা করেন- মেরী স্টোপসের টিম লিডার (নিরাপদ-২) খালেদা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।