ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাদেশে এইডস রোগে আক্রান্ত ৮৬৫ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
বাংলাদেশে এইডস রোগে আক্রান্ত ৮৬৫ জন এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক কর্মশালায়

সাতক্ষীরা: বাংলাদেশে ২০১৭ সালে এইডস রোগে ৮৬৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৩৯ জন পুরুষ, ২১৩ জন নারী ও ১৩ জন হিজড়া রয়েছে।

বুধবার (২৭ জুন) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় সম্মেলন কক্ষে এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।  

বেসরকারি সংস্থা লাইট হাউস আয়োজিত কর্মশালায় সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ।

কর্মশালায় আরও জানানো হয়, বাংলাদেশে ১৯৮৯ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পাঁচ হাজার ৫৮৬ জন নারী-পুরুষ এইচআইভি এইডস রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে মারা গেছে ৯২৪ জন।

দিনব্যাপী কর্মশালায় মরণব্যাধি এইডস প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবী ও ধর্মীয় নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।