ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, ৫ চিকিৎসক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, ৫ চিকিৎসক আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারে বসা নিয়ে একে অপরে বিবাদে জড়ান চিকিৎসকেরা। এতে আহত হন পাঁচ চিকিৎসক। তাদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ জুলাই) ঢামেকে ৭৩তম ডিএমসি ডে উদযাপন হয়।

সূত্র জানায়, ঢামেকের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে সারাদিন ও রাতেও এক বর্ণাঢ্য আয়োজনে মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি পালিত হচ্ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ দুই অতিথি সকালে এক ঘণ্টা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাত ৯টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে উপস্থিতি হন। তার উপস্থিতিতেই চিকিৎসকদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। এ হামলায় পাঁচ চিকিৎসক আহত হন।

আহত পাঁচ চিকিৎসক ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন- নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিজভী, নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ ও ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক এইচএম আফজালুল হক রানা। আরও দুই চিকিৎসকের নাম জানা যায়নি।

ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম বাংলানিউজকে জানান, ডিএমসি ডে উপলক্ষে দিনভর আনন্দ উৎসব চলছিল ডাক্তার মিলন অডিটোরিয়ামে। দিন শেষে রাতে জুনিয়ার-সিনিয়রদের চেয়ারে বসে, এতে যারা ভলেন্টিয়ার ছিলেন তারা বলে এটা সিনিয়রদের চেয়ার, এখানে বসা যাবে না। এই নিয়ে জুনিয়ররা বিবাদে জড়ান। তখনই বিষয়টা মীমাংসা হয়ে যায়।

পরে রাত ৯টার দিকে এই নিয়ে আবার উত্তেজনা বিরাজ করে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতিতে বেশ কয়েকজন চিকিৎসক সামান্য আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
অজেডএস/এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।