ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালকে জরিমানা বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফিরোজা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এ অভিযান পরিচালনা করেন।  

তিনি বাংলানিউজকে জানান, অভিযানে হাসপাতালটিতে নিয়োগপ্রাপ্ত কোনো চিকিৎসক না থাকা, প্যাথলজিস্ট না থাকা, অপরিচ্ছন্ন পোস্ট অপারেটিভ কক্ষসহ জীবনহানি হতে পারে এমন বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

পরে হাসপাতালের মালিক ওয়াহিদ রহমানকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসময় তিনি জরিমানার টাকা নগদে পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়াও সাত দিনের মধ্যে এসব অনিয়মের বিষয়গুলো সমাধান করা না হলে পরবর্তীতে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়।

অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. উত্তম কুমার সরকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
কেএসএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।