ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মিটফোর্ডে ২০ কোটি টাকার ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
মিটফোর্ডে ২০ কোটি টাকার ওষুধ জব্দ

ঢাকা: রাজধানীর মিটফোর্ড ওষুধ মার্কেটে অভিযান চালিয়ে ২০ কোটি টাকা মূল্যের ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মার্কেটের ৫০ ওষুধ ব্যবসায়ীকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-১০ পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বাংলানিউজকে জানান, মিটফোর্ড ওষুধ মার্কেটিতে অভিযান চালিয়ে অ্যান্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধে ভেজাল পাওয়া গেছে।

এ সময় ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ ২০ কোটি টাকা বাজার মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে। এ সব অপরাধে ব্যবসায়ীসহ ৫০ জনকে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।