ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যবিপ্রবির হেল্থ ক্যাম্পে চিকিৎসা নিলেন ২৪০০ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
যবিপ্রবির হেল্থ ক্যাম্পে চিকিৎসা নিলেন ২৪০০ রোগী

যশোর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ আগস্ট) দিনব্যাপী চলা ফ্রি হেলথ ক্যাম্প থেকে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই হাজার ৪০০ রোগী চিকিৎসা নিয়েছেন।

ফ্রি হেল্থ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রশীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার।

আরও বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন দিলীপ কুমার রায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রশীদ বক্তব্যে বলেন, চিকিৎসার মাধ্যমে যখন মানুষের মুখে হাসি ফোঁটে তখন ভীষণ লাগে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে মানুষ উপকৃত হয়। আমরা সেটাই করে যাচ্ছি।  

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. আব্দুর রশীদ, ডা. ফজলুল হক খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্ট প্রফেসর ড. সিতেশ চন্দ্র বাছার, যশোরের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম কুমার ঘোষ, ডা. আবদুল কাদের, গাইনি বিশেষজ্ঞ ডা. সঞ্চিতা অধিকারী (মিষ্টি), ডা. তানজিলা ইয়াসমিন, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. এ এইচ এম এ রউফ, ডা. এ আর শিমুল, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. গিয়াস উদ্দীন ও ডা. নজরুল ইসলাম।  

এতে আরও অংশ নিয়েছেন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ প্রফেসর ডা. ওবায়দুল হক, ফিরোজ কবির, পঙ্গু ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, ডা. সাইফুল্লাহ প্রধান, ইঞ্জুরি পেইন অ্যান্ড প্যারালাইসিস বিশেষজ্ঞ প্রফেসর ডা. আলতাফ হোসেন চৌধুরী, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. তমিজউদ্দিন, শিশুরোগ ডা. মাহফুজুর রহমান, ডা. মশিউল হাসনাত, ডা. ইয়াকুব আলী মোল্লা, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শওকত হায়দার, মনোরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ সেলিম চৌধুরী এবং পুষ্টিবিদ তানভীর আহেমদ।  

এছাড়াও যবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়ক’ এবং বিএনসিসি হেলথ মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
ইউজি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।