ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভারতীয় হাই কমিশনের ইয়োগা কোর্সে ভর্তির সুযোগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
ভারতীয় হাই কমিশনের ইয়োগা কোর্সে ভর্তির সুযোগ

ঢাকা: ভারতীয় হাইকমিশনের আয়োজিত জনপ্রিয় ইয়োগা কোর্সের ক্লাস শুরু হতে চলেছে আগামী ১৪ সেপ্টেম্বর, শুক্রবার। এই বিশেষ কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। 

প্রতি শুক্রবার বারিধারা পার্ক রোডের কার্যালয়ে তিন মাস মেয়াদি এ কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচ সকাল ৮টা থেকে ৮টা ৪৫ পর্যন্ত (৬ থেকে ১৫ বছর বয়সীদের জন্য) এবং দ্বিতীয় ব্যাচ সকাল ৯টা থেকে ৯টা ৪৫ পর্যন্ত (১৫ বছরের বেশি বয়সীদের জন্য)।

এতে প্রশিক্ষণ দেবেন প্রসিদ্ধ ইয়োগা বিশেষজ্ঞ মাম্পি দে। আসন সংখ্যা সীমিত থাকায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। নির্বাচিতদের এককালীন রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১০০০ টাকা যা প্রথম ক্লাসের দিন নিয়ে আসতে হবে।

আগ্রহীদের https://www.hcidhaka.gov.in/YogaRegistration ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘন্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
টিআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।