ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

নরসিংদী জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, অক্টোবর ৭, ২০১৮
নরসিংদী জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু নরসিংদী জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে ভিত্তিপ্রস্তর স্থাপন

নরসিংদী: নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে ১২ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শনিবার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।
 
সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল-মামুন।

এছাড়াও জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগের তত্বাবধানে ও স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় আধুনিক সেবার মান সমৃদ্ধ ১২ তলার ভবনটিতে প্রথম ধাপে ৩৫ কোটি টাকা ব্যয়ে সাততলা পর্যন্ত নির্মাণ করা হবে। নির্মাতা প্রতিষ্ঠানকে ভবনটি নির্মাণে ৩০ মাস সময় বেধে দেওয়া হয়েছে। ভবনটি নির্মাণের ফলে জেলার স্বাস্থ্য সেবায় পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ