ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে অভিযান .

সাভার (ঢাকা): ঢাকার অদূরে সাভারে গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারের বাইশ মাইল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

এ সময় র‌্যাব ছাড়াও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

গণস্বাস্থ্য হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ  চৌধুরী। সম্প্রতি তার বিরুদ্ধে টকশোতে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ ওঠেছে।  এরপরই সাভারে জায়গা দখল চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে দুইটি মামলা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ওএফ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।