রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত দু'দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসের প্রথম দিনে বক্তারা একথা বলেন।
শুক্রবার (২৬ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনকোলজি ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ হাই।
কংগ্রেসে ভারত, বাংলাদেশ, নেপাল, ইতালি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জর্ডান প্রভৃতি দেশের নামকরা সব হাসপাতালের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বে ক্যানসার চিকিৎসায় ব্যাপক উন্নতি হয়েছে। অনকলোজি ক্লাব বাংলাদেশে ক্যানসার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন দক্ষ বিশেষজ্ঞ তৈরি, পরিকল্পনা প্রণয়ন ও প্রতিরোধে সার্ক দেশসহ অন্য উন্নত বিশ্বের বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগে কাজ করে যাচ্ছে।
‘ক্যানসার প্রথম দিকে নির্ণয় করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই ভালো হয়। তবে রোগীরা দেরিতে আসেন বিধায় জটিল হয়ে যায়। অনেক ক্ষেত্রেই ক্যানসার প্রতিরোধ করা যায়। এজন্য সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। কেননা, বিপুল সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হলেও অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে থেকে যায়।
অনকলোজি ক্লাব (সার্ক ফেডারেশন অব অনকলোজি, বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত দু'দিনব্যাপী কংগ্রেসের পর্দা নামবে শনিবার। এতে বিশেষজ্ঞরা তাদের গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে তাদের জ্ঞানের আদান-প্রদান করছেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ইইউডি/এএ