বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে মনপুরা কলেজে ‘নারীর স্বাস্থ্য কথন, মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শীর্ষক ক্যাম্পেইনে একথা জানানো হয়।
সচেতনতামূলক ক্যাম্পেইনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. ফারিহা হৃদি বলেন, মেয়েদের পিরিয়ড একটা প্রাকৃতিক বিষয়।
তিনি বলেন, পিরিয়ডের সময় অপরিষ্কার কাপড়, তুলা কিংবা টিস্যু ব্যবহার ঠিক নয়। এসব ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আশঙ্কা রয়েছে জরায়ু ক্যান্সারের মতো রোগের। মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হতে থাকে তখন থেকেই পিরিয়ডের সময় কী করা উচিত তা নিয়ে সচেতন করতে হবে। বিষয়টি নিয়ে সংকোচ বোধ করলে চলবে না।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হাইজিন পণ্যের সেলস ম্যানেজার এনায়েত হোসাইন খান, এরিয়া সেলস ম্যানেজার সালাউদ্দিন তালুকদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের মধ্যে মোনালিসা স্যানেটারি ন্যাপকিন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। মোনালিসা ওমেন্স ক্লাব মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বাংলাদেশে কাজ করে যাচ্ছে বলে জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
টিএম/আরআর