ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে টেলিনর হেলথের চুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে টেলিনর হেলথের চুক্তি পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে টেলিনর হেলথের চুক্তি

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পপুলার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। 

সম্প্রতি টেলিনর হেলথ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

চুক্তি অনুযায়ী, পপুলার ডায়াগনস্টিক সেন্টার গ্রামীণফোনের ডিজিটাল স্বাস্থ্যসেবা টনিক সদস্যদের স্বাস্থ্য সেবায় আরো আকর্ষণীয় সুবিধা দেবে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টেলিনর হেলথের স্ট্র্যাটেজিক পার্টনার শিপসের সিনিয়র এক্সিকিউটিভ শিফাত ইবনে জামান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের আইসিটি ম্যানেজার মোহাম্মদ আরিফ, প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. জিয়াউল হক ফারুক, এর বিপণন বিভাগের মহা ব্যবস্থাপক মো. আফজাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।