সেমিনারে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা করা হয়।
১৮ নভেম্বর (রোববার) ‘মোনালিসা স্যানিটারি ন্যাপকিন’ এর পৃষ্ঠপোষকতায় ‘মোনালিসা উইমেন্স ক্লাব’-এর পক্ষ থেকে এ সেমিনারের আয়োজিত হয়।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হাইজিন প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজার সুমাইয়া সুহাইলার সঞ্চালনায় সেমিনারে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ দেন গাইনি বিশেষজ্ঞ ডা. তিয়াসা আজাদ।
সেমিনারে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের মার্কেটিং ডিপার্টমেন্টের মো. শাহরিয়ার আলম, হাইজিন পণ্যের এরিয়া সেলস ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন ও স্থানীয় পরিবেশক তোফাজ্জল হোসেন রবিন উপস্থিত ছিলেন।
মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্কুল ও কলেজে মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে এ সেমিনারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনারে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে ফ্রি স্যানিটারি ন্যাপকিনের স্যাম্পল ও ডিসকাউন্ট কুপন বিতরণ করা হয়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে একটি ‘ইমার্জেন্সি প্যাড কর্নার’ স্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমআইএস/এএ