ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

স্তন ক্যান্সারের ঝুঁকিতে পুরুষও

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১
স্তন ক্যান্সারের ঝুঁকিতে পুরুষও

শুধু নারী নয়, স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে পুরুষও। তবে নারীদের তুলনায় পুরুষদের মধ্যে স্তন ক্যান্সারের সম্ভাবনা খুবই কম।



এতদিন এই ক্যান্সারের ব্যাপারে নারীদের সচেতন করার জোর ছিল বেশি। কিন্তু এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চলছে। কারণ পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সারের হার দিন দিন বাড়ছে। শুধু যুক্তরাজ্যে প্রতিবছর ৪১ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, আর পুরুষদের মধ্যে আক্রান্ত হন বছরে ৩০০ জন।

একটি জরিপ প্রতিবেদনে দেখানো হয়েছে, আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ২১৪০ জন পুরুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হবে এবং এ রোগে মৃত্যু হবে অন্তত ৪৫০ জনের।

রিপোর্টে বলা হয়েছে, নারীদের মত পুরুষদের দেহেও রয়েছে স্তন টিস্যু। এই টিস্যু দেহের অন্যান্য টিস্যুর মত ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তবে পুরুষদের টিস্যু নারীদের টিস্যুর মত উন্নত না হওয়ায় পুরুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।
 
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের স্তন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। ৭০ বছর বয়স পর্যন্ত এর ঝুঁকি থাকে। পরিবারের নিকটজনদের স্তন ক্যান্সার থাকলে বংশগত কারনে স্তন ক্যান্সারের সম্ভাবনা থাকে। এছাড়া অতিরিক্ত ওজন, ধুমপান এবং অলস জীবনযাপনও স্তন ক্যান্সারের অন্যতম কারণ।

মহিলাদের চেয়ে পুরুষের স্তনের আকার ছোট হওয়ায় পুরুষের ক্যান্সার বুঝার উপায় কঠিন। তবে নিয়মিত হাটা চলা করা, সবুজ সবজি খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, আলকোহোল কম পান করার মাধ্যমে এই ক্যান্সার থেকে দূরে থাকা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।